১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

‘বেবি ডল’ নায়লা নাঈম

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের আলোচিত মডেল নায়লা নাঈম। মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করতে দেখা যায় তাকে। তারই ধারাবাহিকতায় এবার নতুন একটি সিনেমার আইটেম গানে যুক্ত হলেন। গতকাল বুধবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় প্রযোজনা প্রতিষ্ঠান সৃষ্টি মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সৃষ্টি মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নয়ন বাবু ও নায়লা নাঈম চুক্তি স্বাক্ষর করেছেন। এ সময় সৃষ্টি মাল্টিমিডিয়ার পরিচালক সৈয়দ শামসুর রহমান বিপ্লব ও সহকারী পরিচালক শিশির আহমেদ উপস্থিত ছিলেন। চুক্তি  মোতাবেক নায়লা নাঈম সৃষ্টি মাল্টিমিডিয়ার জন্য  নির্মিতব্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র  ‘আলালের দুলালী’-এর আইটেম গানে নাচবেন। আগামী ১৬ মার্চ গানটির দৃশ্যধারণ করা হবে।
জানা গেছে, ইউটিউব চ্যানেল সৃষ্টি মাল্টিমিডিয়া গান ও নাটকের মাধ্যমে আনন্দ দেয়ার জন্য কার্যক্রম শুরু করেছে। ‘বেবি ডল’ শিরোনামের নতুন এ আইটেম গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী নাবিলা রহমান। এ প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘‘আইটেম গান আমার প্রাণ। গান ভালো হলে আমি সবসময় পারফর্ম করার চেষ্টা করি। ‘বেবি ডল’ গানটি আমার খুব পছন্দ হয়েছে। তাই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি, আমার ভক্তরা নতুন কিছু পাবেন।’’ সৃষ্টি মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নয়ন বাবু  বলেন, ‘দেশের বিনোদনপ্রেমী মানুষদের আনন্দ দেয়াই আমাদের মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় নতুন এই আইটেম গান নিয়ে আসছি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:৩২ অপরাহ্ণ