১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

গরম মাসালা-টু নিয়ে অক্ষয়-জন

বিনোদন ডেস্ক:

অভিনেতা জন আব্রাহাম। বলিউডে ১৫ বছর পূর্ণ করেছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে একটি গরম মাসালা। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় জনের সঙ্গে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।
জন আব্রাহাম অভিনীত পরবর্তী সিনেমা পরমাণু : দ্য স্টোরি অব পোখরান। আগামী এপ্রিলে এটি মুক্তির কথা রয়েছে। খুব শিগগির সিনেমা প্রচারের কাজ করবেন এ অভিনেতা। এর আগে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জন। এ সময় এই অভিনেতার কাছে গরম মাসালা সিনেমার সিক্যুয়েল নির্মাণের সম্ভাবনা রয়েছে কিনা জানতে চাওয়া হয়।
জন বলেন, ‘কয়েকটি কমেডি সিনেমা করতে পারলে খুশি হবো। পাশাপাশি অক্ষয় কুমারকে খুবই পছন্দ করি এবং তার সঙ্গে কাজ উপভোগ করি। এমনকি তার সঙ্গে একদিন কথাও বলেছি। তিনি বলেছেন, ‘চল একসঙ্গে কিছু একটা করি।’ আমাদের সবসময়ই একসঙ্গে কাজ করার ইচ্ছে হয় কারণ ব্যক্তি হিসেবে আমরা একই রকম। গরম মাসালা-টু সিনেমার ব্যাপারে বলতে হয় অক্ষয় ও আমি এটি নিয়ে কথা বলেছি। আমার মনে হয় এটি খুবই চমৎকার এবং মজার হবে। গল্পটা হতে পারে দশ বছর পরের ঘটনা নিয়ে এবং তিনজনের বেশি বিমানবালা থাকল (হাসি)। কিন্তু এই ধরনের মজার সিনেমা করতে হবে যাদের সঙ্গে আপনি মজা করতে পারেন। এমনকি দেশি বয়েজ (২০১১) এবং ডিশুম (২০১৬) সিনেমারও সিক্যুয়েল হওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে।’
বলিউড ক্যারিয়ার নিয়ে এ অভিনেতা বলেন, ‘সত্য কথা বলতে, এটি আমার দর্শকের আশীর্বাদ এবং আমি সবসময়ই তা বলে আসছি। দর্শকই আমার গডফাদার। ইন্ডাষ্ট্রিতে যার কেউ নেই সাধারণ মানুষই তার গডফাদার। দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এবং পাশে রেখেছে। তাদের ধন্যবাদ যে, আজ আমি এই অবস্থানে। আমার শুভাকাঙ্খিদের কাছে কৃতজ্ঞ। তারা আমার জীবনের সবচেয়ে চমৎকার মানুষ।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:১৯ অপরাহ্ণ