১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

ডি মারিয়ার জোড়া গোলে সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক:

ফরাসি লিগ কাপের ম্যাচে অ্যাঙ্গেল ডি মারিয়ার জোড়া গোলে মার্শেইকে ৩-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি। দলের জয়ে বাকি গোলটি করেন উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। বুধবার রাতে ঘরের মাঠে মার্শেইকে আমন্ত্রণ জানায় পিএসজি। গোড়ালিতে চোট পাওয়ায় এই দলটিতে ছিলেন না পিএসজির বড় তারকা নেইমার। তার সঙ্গে ছিলেন না নিয়মিত একাদশের আরও ৮ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারপরও জয় তুলে নিতে তেমন বেগ পেতে হয়নি তাদের।
প্রথমার্ধের যোগ হওয়া সময়ে পিএসজিকে এগিয়ে দেন ডি মারিয়া। ইউলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে নিজের প্রথম গোলটি করেন আর্জেন্টাইন এ তারকা। দ্বিতীয়ার্ধেনর ৪৮ মিনিটে নিজের ব্যবধান দিগুণ করেন ডি মারিয়া। এ সময় ডি মারিয়ার শট হিরোকি সাকাইয়ের গায়ে লেগে মার্শেইয়ের জালে আশ্রয় নেয়। ম্যাচের ৮১ মিনিটে পিএসজির হয়ে শেষ গোলটি করেন কাভানি।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:৩৫ অপরাহ্ণ