১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৯

আবারও একসঙ্গে নিরব-তমা

বিনোদন ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা তমা মির্জা আবারো এক সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ২০১০ সালে ‘বলনা তুমি আমার’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন তারা। এরপর ‘তোমার মাঝে আমি’, ‘নদীজল’ ও ‘গেম রিটার্ন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন নিরব-তমা। এবার ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় পঞ্চমবারের মতো এইজুটির রসায়ন দেখবে দর্শক। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ।
সিনেমার প্রসঙ্গে নিয়ে পরিচালক জানান, ‘‘ এবার ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় গৃহদাহ উপন্যাসের অচলা ও মহিমের চরিত্রে অভিনয় করবেন নিরব ও তমা মির্জা। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। খুব শিগগির এ সিনেমার শুটিং শুরু করা হবে।’’ অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘‘সিনেমাটির গল্পে একটু ভিন্ন আছে। আমরা গতানুগতিক যে ধরনের গল্পের সিনেমায় অভিনয় করি এটি তার থেকে একটু ভিন্ন। আশা করছি সিনেমাটির গল্প দর্শকের ভালো লাগবে।’’
তমা আরো বলেন ‘‘নিরবের সঙ্গে এর আগেও আমি অভিনয় করেছি। ওর সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা বেশ ভালো। দর্শকও আমাদেরকে ভালোভাবে নিয়েছেন। আশা করছি এটাতেও আমাদেরকে ভালোভাবে নিবেন।’’ প্রখ্যাত বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঘিরে নির্মাণাধীন এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা গাজী রাকায়েত। ইভেন্ট প্লাস প্রযোজিত এ সিনেমার কাহিনি লিখেছেন হাসিম আখতার মো. করিম দাদ। এর আগে রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:৪১ অপরাহ্ণ