১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৮

অসুস্থ অভিনেত্রী জলি

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেহানা জলি। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। কিন্তু গত ৬ মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন তিনি। জলির মেরুদণ্ডের সপ্তম হাড় ক্ষয় হয়ে গেছে বলে জানিয়েছেন তার মেয়ে অনামিকা এনা। এ প্রসঙ্গে অনামিকা এনা বলেন, ‘গত ছয় মাস ধরে আম্মা অসুস্থ। মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে। যে কারণে তিনি উঠতে-বসতে পারেন না। ডাক্তার তাকে ১৮ মাসের মেডিসিন দিয়েছেন। এখন ওগুলোই খাচ্ছেন। কিন্তু শারীরিকভাবে তেমন কোনো উন্নতি হচ্ছে না।’

রেহেনা জলি দীর্ঘদিন মঞ্চনাটকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ সিনেমায় বুলবুল আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে রেহানা জলির অভিষেক ঘটে। এরপর ‘গোলমাল’, ‘মহারানী’, ‘প্রায়শ্চিত্ত’, ‘চেতনা’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ অসংখ্য সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন। ‘প্রথম প্রেম’ সিনেমায় প্রথম মায়ের চরিত্রে অভিনয় করেন। এরপর অনেক সিনেমায় মায়ের চরিত্রে দেখা গেছে জলিকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:১২ অপরাহ্ণ