১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

পাকিস্তানে যেতে নারাজ পিটারসেন

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অনেক চেষ্টাই করে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তারই অংশ হিসেবে পাকিস্তান সুপার লিগের এবারের আসরের নক আউট পর্বের ম্যাচগুলো ও ফাইনাল লাহোর ও করাচিতে আয়োজন করেছে তারা। এরই মধ্যে অনেক বিদেশি খেলোয়াড় পাকিস্তানে খেলতে রাজিও হয়েছেন। তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন পাকিস্তানে খেলার বিষয়ে সরাসরি না করে দিয়েছেন।

পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে আগ্রহের কথা জানতে বুধবার ম্যাচ শেষে প্রশ্ন করা হলে ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার সরাসরি না করে দেন। তিনি জানান, তার দল যদি নক আউট পর্বে ওঠেও, তবু তিনি পাকিস্তানে খেলতে যাবেন না। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের গুরুত্বপূর্ণ এ খেলোয়াড় এদিনও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত দুই আসরের রানার্স আপ কোয়েটা পিএসএল-এর অন্যতম শক্তিশালী দল।

পিএসএল-এ এটাই পিটারসেনের সর্বশেষ আসর। ফলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স নক আউট পর্বে উঠলেও তার এ সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টের কাঙ্ক্ষিত শিরোপা ছাড়াই ক্যারিয়ার শেষ করবেন তিনি। এছাড়া এরই মধ্যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে, পিটারসেন না খেললেও অনেক বিদেশী খেলোয়াড়ই পাকিস্তানে খেলতে আসবেন। কুমার সাঙ্গাকারা, ড্যারেন সামি, লিয়াম ডসন ও কলিন ইনগ্রামের মতো খেলোয়াড়রা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন তাদের দল পিএসএল-এর নক আউট পর্বে উঠলে তারা পাকিস্তানে খেলতে যাবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:১৪ অপরাহ্ণ