২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩০

তমরু সীমান্তে মায়ানমারের অতিরিক্ত সৈন্য

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্র“ সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সৈন্য মোতায়েন; চলছে অস্ত্রের মহড়া। জানা যায়, শূন্যরেখায় এসে মিয়ানমার সেনারা এই অস্ত্রের মহড়া করছে। সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। এর আগে, সীমান্তের কাঁটাতারে বৈদ্যুতিক তার সংযোগ দিয়েছিল বলেও জানা যায়। এ সময় তারা অস্ত্রের মহড়া করেছে। বিজিবি’র এক কর্মকর্তা জানান, “সীমান্তজুড়ে মিয়ানমার সেনাদের অস্ত্রের মহড়া ও অতিরিক্ত সৈন্য সমাবেশের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে”। এ ঘটনায় তুমব্র“ ও ঘুমধুম এলাকায় বাস করা মানুষরা আতংকের মধ্যে আছেন।
এদিকে, কক্সবাজারে রোহিঙ্গাদের ‘নো ম্যানস ল্যান্ড’ থেকে সরে যেতে হুমকি দিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। তারা লাউডস্পিকারে রোহিঙ্গাদের চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। এর ফলে নতুন করে প্রায় ছয় হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। গেলো আগস্টে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে শুরুর দিকে বাংলাদেশ আশ্রয় দিতে রাজি না হলে, অনেক রোহিঙ্গা দুই দেশের সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ডে’র অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়। পরে, বাংলাদেশ সীমান্ত খুলে দিলেও অনেকে সেখানে থেকে যায়।
গত কয়েক সপ্তাহ ধরে মিয়ানমার সেনারা অস্থায়ী ক্যাম্পের কাছে কাঁটাতারের বেড়া ঘিরে পাহাড়া বসিয়েছে। রোহিঙ্গাদের কমিউনিটির নেতা দিল মোহাম্মদ জানান, এতে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ