২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩০

রুক্সিনীকে গোপনে যা করলেন দেব

বিনোদন ডেস্ক:

নানান রঙে রঙিন আজ আকাশ। দিনের আলোয় তারকারা আজ চমকাচ্ছেন লাল, হলুদ, নীল সাত রামধনু রঙে। এমন দিনে ঘরের কোণে বসে থাকা মানা। তাইতো বান্ধবীকে বাসন্তী রঙে রাঙিয়ে দিলেন নায়ক দেব। সদ্য নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা গেছে, প্রেমিকা রুক্মিনীকে লুকিয়ে রঙ মাখিয়ে দিচ্ছেন দেব। তারপর দুজনে মিলে ভক্তদের হোলির শুভেচ্ছা জানান।

এদিকে ‘ককপিট’ ছবির পর আবার একসঙ্গে জুটি বাঁছেন দেব ও রুক্মিনী। ছবির নাম ‘কবীর’। ২০০৬ সালে ঘটা মুম্বাই ট্রেন ব্লাস্টকে কেন্দ্র করেই আবর্তিত হবে এই ছবির গল্প। ইন্ডাস্ট্রির ভেতরের খবর বলছে, এ ছবির কাহিনি সন্ত্রাসবাদের উপর। মুম্বাই বিস্ফোরণকে মাথায় রেখেই পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ছবির গল্প লিখেছেন। ২০১৩ সালে ইন্দো-নেপাল বর্ডার থেকে ভারতীয় ইন্টেলিজেন্সের হাতে গ্রেপ্তার হওয়া ভারতীয় মুজাহিদ্দিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকলকে নিয়েই সম্ভবত গল্পের সূত্রপাত। এ প্রসঙ্গে দেব বলেন, ‘অনিকেত দাদার গল্প শুনে দারুণ লেগেছে। এতটাই জীবন্ত বিষয় যে, সবাই বুঝতে পারবেন।’

অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন দেব। তার প্রোডাকশন হাউসের তৃতীয় ছবি হবে ‘কবীর’। জানা গেছে, এটির বাজেট প্রায় সাড়ে তিন কোটি টাকা। ছবিতে আরও রয়েছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকার। পরিচালক অনিকেতের সঙ্গে অনেকদিন ধরেই কাজের কথা চলছিল নায়ক দেবের। অবশেষে ‘কবীর’ এর হাত ধরে সেই ভাবনা বাস্তবায়িত হতে চলছে। সূত্রের খবর, চলতি বছর পহেলা বৈশাখে পর্দায় মুক্তি পাবে দেব-রুক্মিণী এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘কবীর’।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ২:৫৯ অপরাহ্ণ