১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

রাজশাহী কিংসের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টরি

স্পোর্টস ডেস্ক:

দুই বছরের জন্য রাজশাহী কিংসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দলটি। ভেট্টরিকে নিয়োগ দিয়ে রাজশাহী কিংসের টিম ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আশা করি তিনি রাজশাহী কিংসকে দুর্দান্ত একটা যায়গায় নিয়ে যাবেন। সেই সাথে স্থানীয় খেলোয়াড়রা তার নেতৃত্ব ও নির্দেশনায় লাভবান হবে।’

বিপিএল-এর সর্বশেষ আসরে খুব একটা ভাল করতে পারেনি রাজশাহী কিংস। ১২ ম্যাচে ৮টি হার নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছে মুশফিকুর রহীমের নেতৃত্বাধীন দলটি। ৩৯ বছর বয়সী স্পিনিং অল রাউন্ডার ভেট্টরি বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিগ ব্যাশে ব্রিজবেন হেট ও টি-টুয়েন্টি ব্লাস্টে মিডেলসেক্সের প্রধান কোচও তিনি।

নিউজিল্যান্ডের হয়ে ১১৩ টেস্ট খেলা ভেট্টরির উইকেট সংখ্যা ৩৬২টি, আর ইকোনোমি ২.৫৯। এছাড়া ওয়ানডে ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট ও টি-টুয়েন্টিতে ১৪৩ ম্যাচ খেলে ১৩১ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি টেস্টে ৬টি সেঞ্চুরি করেছেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ