১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১২

বনানীর ‘ধর্ষক’ ইভানের প্রতিবেদন দাখিল পেছাল

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ধর্ষক ইভানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পিছিয়েছে। আগামী ২২ মার্চ প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী। বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এ দিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সুলতানা আক্তার প্রতিবেদন দাখিল করতে পারেননি।

মামলার বিবরণ থেকে জানা যায়, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই তরুণীকে বাসায় ডেকে নেন ইভান। সেখানে ইভান তাকে জোর করে নেশাজাতীয় কিছু একটা খাওয়ানোর পর ধর্ষণ করেন।

এরপর রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীর ভ্যানিটি ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেওয়া হয়। ভুক্তভোগী তরুণী ওই ঘটনায় ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দিন ইভানকে একমাত্র আসামি করে বনানী থানায় একটি মামলা দায়ের করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ১, ২০১৮ ৩:০৯ অপরাহ্ণ