বিনোদন ডেস্ক : ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্তা গিয়াসউদ্দিন সেলিম দীর্ঘদিন পর নির্মাণ করলেন ‘স্বপ্নজাল’ শিরোনামের সিনেমা। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত ইয়াশ রোহান। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশন্স ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।
সিনেমাটির শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। সম্প্রতি সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হয়। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেন বলে সেন্সর সূত্রে জানা যায়। গতকাল ২৫ ফেব্রুয়ারি সিনেমাটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়। এর আগে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির অনুমোদন পায় সিনেমাটি।
পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব।২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’র শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের কাজ হয়। চলতি বছরের শুরুর দিকে শুটিং শেষ করেন পরিচালক।
পরীমনি অভিনীত সর্বশেষ ‘অন্তর জ্বালা’ শিরোনামের সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। মালেক আফসারি পরিচালিত এ সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক জায়েদ খান। এ সিনেমায় অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন পরীমনি।
দৈনিকদেশজনতা/ আই সি