১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

ভারতের মুসলিমরা রামের বংশধর: গিরিরাজ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মুসলিমরা রামের বংশধর, বাবরের নয়। বাবরি মসজিদ নিয়ে ভারতে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)’র প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্যের বিরোধিতা করে এমনটা বললেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। খবর ইন্ডিয়া টুডে। গিরিরাজ সিং বলেন, ভারতে অবশ্যই রাম মন্দির নির্মাণ হবে। ওয়াইসি মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্টের রায় তাদের পক্ষেই যাবে। অযোধ্যায় তৈরি হবে বাবরি মসজিদ।
ওই মন্তব্যের প্রেক্ষিতে গিরিরাজ সিং বলেন, ‘ওরা তো মক্কা-মদিনায় যান। আমরা কোথায় যাব? পাকিস্তানে রাম মন্দির বানাবো? ওয়াইসির মতো লোকদের শরীরে জিন্নাহর আত্মা প্রবেশ করেছে। দেশকে টুকরো করতে চাইছেন তিনি।’তিনি আরও বলেন, ‘ভারতের মুসলমানরা বাবরের বংশধর নন। তারা রামের বংশধর। আমাদের আত্মীয় তারা। পূজাপদ্ধতি আলাদা হতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১০:৫২ পূর্বাহ্ণ