১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৩

যৌন হয়রানি বন্ধে এমার অনুদান

বিনোদন ডেস্ক:

বিশ্বজুড়ে শোবিজপাড়ায় যৌন হয়রানির বিষয়টি এখন আলোচনার তুঙ্গে। মূলত হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে বেশ কয়েকজন তারকা অভিনেত্রী এমন অভিযোগ আনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

নারীদের যৌন হয়রানি ও কর্মক্ষেত্রে নারীদের কাজের পরিবেশ তৈরির দাবি নিয়ে অনলাইন দুনিয়ায় শুরু হয় ‘টাইমস আপ’ও ‘মি টু’আন্দোলন। বলিউডের একাধিক অভিনেত্রী জানান, শোবিজ অঙ্গনে কাজ করতে গিয়ে এমন বিড়ম্বনার মধ্যে তাদেরকেও পড়তে হয়েছে। এবার এগিয়ে এলেন হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। যৌন হয়রানিতে ভুক্তভোগী নারীদের সাহায্যের জন্য ১০ লাখ পাউন্ড অনুদান দিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ২:১৪ অপরাহ্ণ