২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

মেক্সিকোতে ট্রাক থেকে শতাধিক অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর উত্তরাঞ্চলে মার্কিন সীমান্তের কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় আমেরিকান ওই অভিবাসীদের মধ্যে বহু শিশুও রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্স।

উদ্ধার হওয়া অভিবাসীরা হুন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সালভাদরের বাসিন্দা। তারা সবাই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। তামাওলিপাস এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকের ভেতর অভিবাসীদের দেখতে পান সেনা সদস্যরা। ওই এলাকা ব্যবহার করে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন অভিবাসীরা।

প্রতি বছর নিজেদের দেশের দারিদ্র্য আর সংঘাত থেকে পালাতে কেন্দ্রীয় আমেরিকার কয়েক হাজার মানুষ মেক্সিকো দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর চেষ্টা করেন। অনেক সময় মানব পাচারকারীদের খপ্পরে পড়েন এসব অভিবাসীরা। পাচারকারীরা তাদের নির্দিষ্ট অর্থের বিনিময়ে সীমান্ত পারাপার করে দেয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু বেশিরভাগ সময়ই অভিবাসীদের কোথাও ফেলে রেখেই পালিয়ে যায়। শুধু তাই নয় অভিবাসীদের শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয়।

মেক্সিকোর অভিবাসী সংস্থা আইএনএম জানিয়েছে, সেনারা তামাওলিপাসের কামারগো শহরে টহল দিচ্ছিল। সেখানে তারা একটি পরিত্যক্ত ট্রাক দেখতে পান যেখানে ১০৩ জন অভিবাসী ছিল। এর মধ্যে ৩৬ জনই শিশু।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ২:১২ অপরাহ্ণ