বিনোদন ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপরূপ সৌন্দর্যের কোলে ধারণ করা স্বপ্নযাত্রার ইউটিউব চ্যানেলের প্রথম ভালোবাসার গল্প ‘অনুভূতি’ মুক্তি পেয়েছে। প্রায় ৯ মিনিট ব্যাপ্তি এ স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটি প্রযোজনা করেছে স্বপ্নযাত্রা মিডিয়া। অভিনয় করেছেন সামিহা অরিন ও টুনান এবং পরিচালনা করেছেন রাগীব হাসান।
ক্ষুদে চলচ্চিত্রটির গল্পকার মো. মইনুল হক বলেন, ভিডিও চিত্রে ভালবাসার গল্প একটু ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এক জীবনে কি সবাইকে পাওয়া যায়! নাকি একজনকে পেতে গেলে আর সবাইকে হারাতে হয়! আবার এমনও কি হয় একজনের মধ্যেই সবাইকে খুঁজে পাওয়া যায়! কাউকেই বলা হয়নি ভালোবাসার কথা। এমন বিশ্বাস-ধারণা থেকেই নির্মাণ করা হয়েছে ‘অনুভূতি’।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

