স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে রোনালদো, লিওনেল মেসি এবং নেইমারকেই শুধুমাত্র সত্যিকারের “সুপারস্টার” বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। ফুটবলে ২০০৭ সালের পর প্রতিটি বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন মেসি ও রোনালদো। আর এই প্রতিযোগীতায় টানা তিনবারই তৃতীয় হন নেইমার।
মেসি, রোনালদো এবং নেইমারের প্রশংসায় ৭৭ বছর বয়সী কিংবদন্তি পেলে বলেন, ‘ফুটবল বিশ্বে লিওলেন মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমারই সবার চেয়ে অনেক এগিয়ে। বিশ্বে আর কোনো সুপারস্টার নেই।’
তাছাড়া বিশ্বকাপে জন্য ব্রাজিলের দল গঠন নিয়ে তিনি বলেন, ‘ব্রাজিলের দলে আগের মতো বিকল্প না থাকায় সাফল্য পেতে দলকে সুসংগঠিত করার উপর জোর দেওয়ার প্রয়োজন। দলগতভাবে সুসংগঠিত হওয়াটাই জাতীয় দলের জন্য এখন গুরুত্বপূর্ণ। কারণ ব্রাজিলে প্রতি পজিশনে এখন আর আগের মতো তিন-চার জন শীর্ষ পর্যায়ের খেলোয়াড় নেই।’
তাই আসন্ন বিশ্বকাপে পুরো ব্রাজিলের সফলতা নেইমারের উপরই নির্ভর করবে বলে মনে করেন এই তারকা। তিনি বলেন, ‘রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সাফল্য নেইমারের উপর নির্ভর করছে।’ আর সে জন্য এই তারকাকে প্রস্তত বলেও মনে করেন তিনি। তিনি বলেন, ‘হ্যা, নেইমার প্রস্তুত। সে ব্রাজিলের মূল খেলোয়াড়। সেজন্য নিজেকে তার আরো ভালোভাবে প্রস্তুত করতে হবে। আমি আরও বলবো কৌশলগত ভাবে আমার কাছে সে এখনই বিশ্বের সেরা খেলোয়াড়। এ ব্যাপারে আমি নিশ্চিত।’
দৈনিকদেশজনতা/ আই সি