১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৩

প্রকাশ্য রাস্তায় আনুশকাকে জড়িয়ে ধরলেন কোহলি

বিনোদন ডেস্ক:

বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে তিনমাস পার হয়েছে। কিন্তু যতদিন যাচ্ছে, ততই মিঞাঁ-বিবির রসায়ন আরও মজবুত হচ্ছে। বিয়ের পর প্রায়ই সামাজিক মিডিয়া ইন্সটাগ্রামে আনুশকার সঙ্গে তার ছবি শেয়ার করতে থাকেন কোহলি।
তেমনই একটি আবেগঘন ছবি মঙ্গলবার ইন্সটাগ্রাম অ্যকাউন্টে শেয়ার করেছেন ভারত অধিনায়ক। ছবিটি কবে তোলা হয়েছে তা জানা না গেলেও দেখা যাচ্ছে, বিরাট ও আনুশকা একে অপরকে আলিঙ্গনবদ্ধ রয়েছেন।
মজার বিষয় হল, তারা যখানে দাঁড়িয়ে এই ছবি তুলেছেন, ঠিক তার পেছনের দেওয়ালে একইরকম একটি ছবি আঁকা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন পুরুষ এক মহিলাকে আলিঙ্গনরত অবস্থায় চুম্বন করছেন।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৪:২৭ অপরাহ্ণ