২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৪৪

‘অসময়ে’ মেহজাবিন

বিনোদন ডেস্ক:

ভাষার টানে স্বামী-সংসার ছাড়ছেন মডেল-অভিনেত্রী মেহজাবিন চৌধুরী! এছাড়া চাকমা ভাষাতেও কথা বলতে হবে এ অভিনেত্রীকে। শুধু তাই নয়, নিজের কণ্ঠে এই ভাষাকে বাঁচিয়ে রাখতে রীতিমতো লড়াইও করবেন। অমর একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সম্প্রতি তৈরি বিশেষ একটি নাটকে এমন ঘটনা ঘটবে।

সারওয়ার রেজা জিমির গল্প এবং তুহিন হোসেনের চিত্রনাট্য-পরিচালনায় নাটকটির নাম ‘অসময়’। যেখানে উপজাতিনারীর চরিত্রে অভিনয় করবেন মেহজাবিন আর বাঙালি যুবকের চরিত্রে অভিনয় করবেন সজল।

এ বিষয়ে মেহজাবিন জানান, নাটকটির গল্প অসাধারণ। ভাষাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। যেখানে দেখা যাবে, বাঙালি ছেলে সজলের সঙ্গে প্রেম করে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সংসার জীবনে প্রবেশ করেন তিনি। যে সংসারে তাদের প্রধান সমস্যা দেখা দেয় ভাষা নিয়ে। মেহজাবিন বাংলা ভালোই পারেন। সংসারের সবার সঙ্গে বাংলায় কথা বলেন। কিন্তু নিজের আত্মীয়দের সঙ্গে চাকমা ভাষায় কথা বলার সময় শাশুড়ি কটু দৃষ্টিতে তাকান। সজলও একবার মেহজাবিনকে বলে বসেন- ‘চাকমা ভাষায় কথা না বললে সংসারের শান্তি বজায় থাকবে।

পরিচালক তুহিন জানান, এই নাটকের জন্য মেহজাবিনকে বেশ কষ্ট করে চাকমা ভাষার অনেকটাই শিখতে হয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে ভাষা নিয়ে বিশেষ এই নাটকটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৪:২৪ অপরাহ্ণ