১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

বাফটাতেও মি টু-র ছোঁয়া

বিনোদন ডেস্ক:

কালো পোশাকের ঢল নামবে রেড কার্পেটে। হলিউডের পথে এবার ব্রিটেনেও ‘#মি টু’। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। গোল্ডেন গ্লোবের ধাঁচে বাফটা( ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) অ্যাওয়ার্ডসেও কালো পোশাকে যোগ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন ব্রিটিশ ও আইরিশ অভিনেত্রীরা। শুধু তা-ই নয়, যৌন হেনস্থা রুখতে খোলা চিঠি লিখলেন ব্রিটেন ও আয়ারল্যান্ডের অন্তত ২০০ অভিনেত্রী। তাতে সই করেছেন এমা টমসন, কিরা নাইটলি ও এমা ওয়াটসনের মতো অনেকে। কাজের জগতে যৌন হেনস্থা রুখতেই এই পদক্ষেপ, জানাচ্ছেন তারা।

আরও এক ধাপ এগিয়ে ব্রিটেনের ‘বিচার ও সমানাধিকার’ তহবিলে ১০ লক্ষ পাউন্ড দান করেছেন এমা ওয়াটসন। তহবিলটি তৈরিও করেছেন ১৯০ জন অভিনেত্রী। তাদের সঙ্গে ওই দলে রয়েছেন আরও ১৬০ জন— এদের কেউ শিক্ষাবিদ, কেউ সমাজকর্মী। তহবিল তৈরির উদ্দেশ্যই হল নিগৃহীত মেয়েদের সাহায্য করা, তাদের সুবিচার পাইয়ে দেওয়া। কিরা ও টম হিডলটন দিয়েছেন ১০ হাজার পাউন্ড।

খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘বাফটা অ্যাওয়ার্ডসকে উপলক্ষ করে এই আন্দোলন শুরু হচ্ছে মাত্র। এটাই চূড়ান্ত সময় একে অপরের পাশে থাকার। আন্তর্জাতিক ক্ষেত্রে একে আন্দোলনের চেহারা দেওয়ার সময়। ইন্ডাস্ট্রিতে একটা ছোট্ট বদলের থেকে অনেক বড় এই আন্দোলন।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১০:০৫ পূর্বাহ্ণ