১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

মাহবুব-আজিজ পেলেন বাংলাদেশ ব্যাংক পুরস্কার

নিজস্ব প্রতিবেদক:

মৌলিক অর্থনীতি বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রিভারসাইড’র এমিরেটাস অধ্যাপক ড. আজিজুর রহমান খান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেনকে (মরণোত্তর) যৌথভাবে ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০১৭’ প্রদান করা হয়েছে। রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ড. আজিজুর রহমান খান এবং ড. মাহবুব হোসেনের সহধর্মীনির হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

স্বাগত বক্তব্যে দেন অনুষ্ঠানের রেফারি বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদদের হাতে সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, বাংলাদেশ ব্যাংকের ক্রেস্ট এবং নগদ দুই লাখ টাকা প্রদান করা হয়। ড. আজিজুর রহমান দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করা ‘উৎস বাংলাদেশ’ নামক সংগঠনকে পুরস্কারের অর্থ দান করে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ