১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

ময়মনসিংহে অস্ত্র-গুলিসহ স্বেচ্ছাসেবকলীগ কর্মী আটক

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শম্ভুগঞ্জের চরঈশ্বরদীয়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান জামাল (৩৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকায় ‘চৌরা জামাল’ নামেও পরিচিত।
র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম ও এএসপি মাহবুল আলম গণমাধ্যমকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঋষিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জামালকে আটক করা হয়। পরে জামালের বৈঠকখানা তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জামালের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘জামাল স্বেচ্ছাসেবকলীগের সক্রিয় কর্মী।’

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১০:০৩ পূর্বাহ্ণ