১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৬

খোঁজ মিলেছে বিন্দুর

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে কোনো খোঁজ নেই লাক্স তারকা আফসান আরা বিন্দুর। তার স্বামী আসিফ সালাহ উদ্দিন মালিকও স্ত্রীর কোনো খোঁজ দিচ্ছেন না। বিয়ের পর শোবিজ ছেড়ে সংসার নিয়ে নিভৃতচারীর জীবনযাপন শুরু করেছিলেন বিন্দু।

জানা গেছে প্রায় এক বছর ধরে বিন্দু সংসার করছেন না। কোথায় আছেন তারও কোন খোঁজ নেই। তার কয়েকজন ঘনিষ্ট সহকর্মীর সঙ্গে যোগাযোগ করেও তার সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ডিভোর্সের কথা তারাও লোকমুখে শুনেছেন বলে জানান। এরপর বারবার প্রশ্ন আসে, কোথায় বিন্দু? অবশেষে বিন্দুর খোঁজ মিললো। এবারের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমেরিকার নিউ ইয়র্কে সমাবেত হয়ে দিনটি উদযাপন করেছেন বাংলাদেশের টেলিভিশন পর্দার বেশ কয়েকজন অভিনেত্রী।

তাদের মধ্যে আছেন- আফসানা আরা বিন্দু সাথে আরও আছেন রোমানা খান, মোজেজা আশরাফ মোনালিসা, রিচি সোলায়মান ও আঁখি চৌধুরী। আর সেদিন তোলা ছবিগুলো ফেসবুকে পোস্ট করেছেন মোনালিসা। ক্যাপসনে লিখেন, `ভ্যালেন্টাইন পার্টি।` এতে আপাতত নিশ্চিত হওয়া গেলো বহাল তবীয়তে আছেন বিন্দু। নিউ ইয়র্কে আছেন। কিন্তু সংসার করছেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১২:৩৩ অপরাহ্ণ