২০শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫

কারো হস্তক্ষেপে রায়ের কপি পেতে বিলম্ব হচ্ছে: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:

অদৃশ্য কারো হস্তক্ষেপের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের কপি পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে গণমাধ্যমের কাছে তিনি এ অভিযোগ করেন। সানাউল্লাহ মিয়া বলেন, অদৃশ্য কারো হস্তক্ষেপে খালেদা জিয়ার রায়ের কপি পেতে বিলম্ব হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল ও খালেদা জিয়ার জামিন আবেদনের জন্য এখনও রায়ের কপি পাচ্ছেন না খালেদা জিয়ার আইনজীবীরা। তাদের অভিযোগ, খালেদা জিয়ার কারাবাসকে দীর্ঘায়িত করতে সরকার রায়ের কপি দিতে গড়িমসি করছে। তবে, বিএনপির এ অভিযোগ অস্বীকার করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১২:৩০ অপরাহ্ণ