১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

স্টোকসকে ফিরে পাওয়াটা দারুণ কিছু : মরগান

স্পোর্টস ডেস্ক:

নানান ঝামেলা ডিঙিয়ে বিতর্কিত বেন স্টোকস শুক্রবার যোগ দিয়েছেন ইংল্যান্ড দলে। আগামীকাল রোববার ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের প্রথমিক পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে অবশ্য বেন স্টোকস খেলতে পারবেন না। তবে তাকে দলে পাওয়াটাকে দারুণ কিছু মনে করছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান।

আজ অনুশীলন শেষে মরগান বলেন, ‘বেন স্টোকস কালকের ম্যাচে খেলতে পারবে তেমনটা আমরা প্রত্যাশা করছি না। সে কেবল গতকাল লম্বা যাত্রা করে এসেছে। আগামী কয়েকটি দিন তার সহজভাবে কাটানো উচিত। যেহেতু সে অনেকদিন পর ফিরেছে, আগামী কয়েকটা দিন তার ইনজুরিতে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সে কারণে তার উপর আমরা কোনো চাপ দিতে চাই না। তবে তাকে দলে পাওয়াটা আমাদের জন্য দারুণ কিছু।’

ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ম্যাচেই হার মেনেছে ইংল্যান্ড। অন্যদিকে নিউজিল্যান্ড তিন ম্যাচের দুটিতে হেরেছে, জিতেছে ১টিতে। রোববারের ম্যাচে তারা যদি জয় পায় তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনাল খেলবে। আর ইংল্যান্ড যদি বড় ব্যবধানে জিততে পারে তাহলে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১২:৩৭ অপরাহ্ণ