দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
দ্বীপটি কেবল নারীদের জন্য। সেখানে পুরুষের আনাগোনা নেই। তারা দ্বীপটিতে নিষিদ্ধ। নারী হিসেবে কোনো পুরুষ সঙ্গী ছাড়া আপনি যদি ভ্রমণে যেতে চান, তবে ফিনল্যান্ডের সুপারশি নামের দ্বীপটি পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। সর্বমোট চারটি কেবিন রয়েছে দ্বীপটিতে। প্রতিটি কেবিনে থাকতে পারেন ১০ জন। নারীদের জন্য সেখানে পার্লারও আছে।-খবর এবিসি নিউজের।
ক্রিশ্চিয়ানা রোথ নামে এক মার্কিন তরুণী ফিনল্যান্ডের সমুদ্র উপকূলে দ্বীপটির খোঁজ পান। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সবুজে ঘেরা দ্বীপটির মধ্যে একটি রিসোর্টও রয়েছে। ক্রিশ্চিয়ানা বলেন, অনেক দিন ধরেই তার ইচ্ছা ছিল কেবল নারীদের জন্য উন্মুক্ত একটি জায়গা তৈরি করবেন। সেই ইচ্ছা থেকেই দ্বীপটিতে এই নিয়ম চালু করেন তিনি।
তবে দ্বীপটিতে নারীদের প্রবেশের জন্য কোনো বয়সসীমা আছে কিনা, তা জানা যায়নি। সেখানে বিলাসবহুল ক্যাফে ও হোটেল আছে।
সুপারশিতে ইয়োগা চর্চার সুযোগ ও প্রমোদের ব্যবস্থা আছে। দ্বীপটিতে থাকতে চাইলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর পর স্কাইপের মাধ্যমে দিতে হবে সাক্ষাৎকার। তার পরই সুযোগ মিলবে সেখানে থাকার। ক্রিশ্চিয়ানা রোথ বলেন, সুপারশি বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি- আপনি একজন স্বাধীন নারী। আপনার যা খুশি তাই করার অধিকার আছে। একজন স্বাধীন নারাই এখানে এসে আনন্দ করতে পারবেন।
ইতোমধ্যে কয়েক হাজার নারী দ্বীপটিতে থাকার আবেদন করেছেন। তবে এখানে থাকার খরচ একেবারে কম না। পাঁচ দিন থাকতে চাইলে আপনাকে তিন থেকে ছয় হাজার ডলার গুনতে হতে পারে।
দৈনিকদেশজনতা/ আই সি