১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

ডিপজলকে সন্দেহ করছেন পপি

বিনোদন ডেস্ক:

‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি করার পর গত ১৯ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন ডিপজল। দীর্ঘ সময় পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি। ছবির নাম ‘পাথরের মন’। আগামী মার্চ থেকে ছবিটির শ্যুটিং শুরুর কথা রয়েছে।
ছবিতে দেখা যাবে ডিপজল, পপি, সাইমন ও মাহিকে। ছবিটি পরিচালনা করবেন ছটকু আহমেদ। ছবিতে ডিপজল একজন ডিবি কর্মকর্তার চরিত্র রূপায়ণ করবেন। তিনি দায়িত্ব পালনে ব্যস্ত থাকার কারণে স্ত্রী পপিকে সময় দিতে পারেন না। এতে তার স্ত্রী তাকে সন্দেহ করে। এমনই মুহূর্তে ঘটে একটি হত্যার ঘটনা। এতে সাইমন, মাহিসহ অনেকের ওপরই পুলিশের সন্দেহ হয়। শেষ পর্যন্ত দেখা যায়, শুধু সন্দেহের কারণেই অনেক অঘটন আর সম্পর্কের টানাপড়েন ঘটে। এদিকে আজ ছবিটির একটি গান রেকর্ডিং হবে। আলী আকরাম শুভর সংগীত পরিচালনা ও মুন্সী ওয়াদুদের লেখা এই গানে কণ্ঠ দেবেন কনক চাঁপা ও মনির খান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১১:৫৭ পূর্বাহ্ণ