২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১০

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

সিলেট প্রতিনিধি:

শহরতলির কুমারগাঁও-তেমুখী-বাদাঘাট সড়ক সংস্কারের দাবিতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন এ আন্দোলনের ডাক দিয়েছে। সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ও ট্রাক শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ। তেমুখী-লামাকাজি-বাদাঘাট শাখার চেয়ারম্যান আবদুল খালিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তেমুখী-কুমারগাঁও থেকে বাদাঘাট পর্যন্ত ধর্মঘট পালন করবেন। কর্মসূচি সফলের লক্ষ্যে তারা শিবেরবাজার, পিটারগঞ্জ বাজার, মানসিনগর শাখাসহ সব শাখার শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি জানান, শ্রমিক নেতাদের সঙ্গে এলাকাবাসী আরও বেশি সাড়া দিয়েছেন।

জানা যায়, সংসদীয় নির্বাচনী এলাকা সিলেট-১ এর অন্তর্গত তেমুখী-বাদাঘাট-বাইশটিলা বাইপাস শিবেরবাজার সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির প্রায় ৪ কিলোমিটার ভেঙে ভয়াবহ আকার ধারণ করেছে। সড়কের তেমুখী থেকে বাদাঘাট পর্যন্ত মরণফাঁদে পরিণত হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১২:০০ অপরাহ্ণ