১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

চলচ্চিত্রে দেখা নেই পূর্ণিমার

বিনোদন ডেস্ক:

ফিরে আসার লড়াইয়ে অন্যান্য জ্যেষ্ঠ নায়িকাদের থেকে অনেকটা এগিয়ে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিভিন্ন অনুষ্ঠানে তার ডাক পড়ছে, সামাজিক সচেতনতার কাজ করছেন, টক শো করছেন সেই সাথে বারবার ঘোষণা দিচ্ছেন ছবিতে ফেরার। আর এই সব সফল করতে অতিরিক্ত মেদ ঝাড়িয়ে একদম তরুণী বেশ ধরেছেন তিনি।

কিন্তু সব দিক থেকে ফিট থেকেও চলচ্চিত্রে কেন নেই এক সময়ে এই লাস্যময়ী নায়িকা। এমন প্রশ্নের উত্তরে এক শীর্ষ স্থানীয় পত্রিকায় পূর্ণিমা কৌতুক করে বললেন, চলচ্চিত্রে আমাকে কেউ ডাকছেন না (হাসি)। সত্যি কথা কী, ভালো কাজ পাচ্ছি না। ভালো কাজের জন্য অপেক্ষা করছি। এত দিন পর আমি চলচ্চিত্রে ফিরব, একটা ভালো কাজ দিয়ে ফিরতে চাইছি।

পূর্ণিমা আরও বলেন, আসলে অনেক ছবিরই প্রস্তাব পাচ্ছি। কিন্তু চরিত্র, গল্প পছন্দ হচ্ছে না। আমার করার মতো ছবি মনে হচ্ছে না। করলে তো করতেই পারি। বর্তমান সময়ে হাতে ছবির সংখ্যা বাড়ানো কোনো ব্যাপারই না। ভালো কাজ হাতে না থাকলে সংখ্যা দিয়ে লাভ হবে না। তাই এই মুহূর্তে একটা ভালো ছবি দিয়ে শুরু করতে চাইছি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১২:০৩ অপরাহ্ণ