৬ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:১৪

চট্টগ্রামে প্রশ্ন ফাঁসে জড়িত এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীর বায়জিদ থানা এলাকা থেকে ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের’ সাথে সক্রিয় এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম আদিল(১৬)। র‌্যাব-৭ এর মিডিয়া ডিরেক্টর মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে আদিলকে গ্রেফতার করা হয়।

আদিল ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িত ছিল। সে নগরীর হলি চাইল্ড স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ও ক্লাসের ফার্স্ট বয় ছিল বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ