নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর বায়জিদ থানা এলাকা থেকে ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের’ সাথে সক্রিয় এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম আদিল(১৬)। র্যাব-৭ এর মিডিয়া ডিরেক্টর মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে আদিলকে গ্রেফতার করা হয়।
আদিল ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িত ছিল। সে নগরীর হলি চাইল্ড স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ও ক্লাসের ফার্স্ট বয় ছিল বলেও জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

