১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

কাজ পেতে অভিনেতারাও বিছানায় যায়

বিনোদন ডেস্ক:

বহুদিন আগে থেকেই যৌন হেনস্তার বিষয়ে সরব হয়েছে গোটা হলিউড। পরে আওয়াজ উঠেছে বলিউডেও। বিশ্বের বড় দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ছবির পরিচালক ও প্রযোজকদের দ্বারা অভিনেত্রীদের যৌন হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। হলিউড ও বলিউডের একাধিক নামকরা অভিনেত্রী বিভিন্ন সময়ে তাদের সঙ্গে ঘটে যাওয়া বাজে অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন।

কিন্তু এবার ঘটলো ঠিক উল্টোটা। ছবিতে কাজ পাওয়ার জন্য বলিউডের অনেক অভিনেতারাও স্বেচ্ছায় পরিচালক ও প্রযোজকদের বিছানায় যায় বলে সম্প্রতি মন্তব্য করেছেন সেখানকার নারী পরিচালক একতা কাপুর। বিভিন্ন টিভি সিরিয়াল ও চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে যিনি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি পাকা করে নিয়েছেন। কয়েক মাস আগে থেকেই বিশ্বজুড়ে চলছে যৌন হেনস্তার জোর বিতর্ক। হলিউড প্রযোজক হার্ভে ওয়াইনস্টেইনের বিরুদ্ধে কয়েকজন অভিনেত্রী আওয়াজ তোলার পরেই যেটা প্রকাশ্যে চলে আসে। একতার মতে, ‘হার্ভের বিষয়টি কেবলমাত্র যৌনতার সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে ক্ষমতা দখলের চেষ্টাও জড়িত। আর এটাই সত্যি।’

একতা যোগ করেন, ‘এই ঘটনা হার্ভের মধ্যেই সীমাবদ্ধ নয়। বলিউডে অনেক পরিচালক এবং প্রযোজকও যৌন হেনস্তার শিকার হয়ে থাকেন। পাশাপাশি এমন অনেক অভিনেতা-অভিনেত্রীও আছেন যারা কাজ পাওয়ার জন্য নিজেদের যৌনতা ব্যবহার করে থাকেন।’ বলিউডের এই নারী পরিচালক আরও বলেন, ‘আমি আশা করি, শিকারীকে ক্ষমতার উপর ভিত্তি করে একটি বাক্সে রাখা উচিত নয়। তবে এটাও সব সময় সত্য নয় যে, যাদের ক্ষমতা নেই তারাই কেবল যৌন হেনস্তার মত ঘটনার শিকার হন। ক্ষমতাবানরাও মাঝে মাঝে এমন ঘটনার ভুক্তভোগী হয়ে থাকেন।’

বলিউডে যৌন হেনস্তার বিষয়ে মুখ খুলে প্রতিবাদ করেছেন কঙ্গনা রানাউত, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াংকা চোপড়ার মতো প্রথমসারির অভিনেত্রীরা। তাদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান অনেক অভিনেতারাও। এমন ঘটনার খুব বেশিদিন হয়নি। এরই মধ্যে পরিচালক একতা কাপুরের এই ধরণের মন্তব্য। এবার কী বলবেন নায়িক-নায়িকারা?

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১০:৫৭ পূর্বাহ্ণ