১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

আরও কিছুদিন সময় লাগবে: সাকিব

স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এতে করে চট্টগ্রাম ও ঢাকা টেস্টের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিও খেলতে পারছেন না তিনি। আর এই ইনজুরি কাটিয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানালেন সাকিব নিজেই। গতকাল শনিবার ফেসবুক লাইভে এসে এ কথা জানান তিনি।

সাকিব বলেন, ইনজুরিটা ভালো হয়ে যাচ্ছে। আরও কিছুদিন সময় লাগবে। আশা করি তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবো। সাকিব আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই দোয়া করবেন। যাতে এটি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। যদিও কয়েকটা ম্যাচ আমরা অত ভালোভাবে পারফর্ম করতে পারিনি। কিন্তু আমি আশাবাদী আমরা শেষ ম্যাচ জিতে ভালোভাবে শেষ করতে পারব।

উল্লেখ্য, আজ বিকেল ৫টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১০:৫৩ পূর্বাহ্ণ