১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৮

নেইমার-কাভানির গোলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক:

ক’দিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে এসেছে পিএসজি। এরপর ফ্রেঞ্চ লিগ ওয়ানে তাদের প্রতিপক্ষ ছিল স্ত্রাসবুর্গ, যাদের সাথে প্রথম দেখায় হেরে এই মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছিল লিগ ওয়ানের এক নম্বর দল পিএসজি। তবে দ্বিতীয় দেখায় দলটি তেমন কোন বিপদ সৃষ্টি করতে পারেনি নেইমার-কাভানিদের জন্য। বরং স্ত্রাসবুর্গকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছেন তারা। নেইমার গোল পেয়েছেন, কাভানি করেছেন জোড়া গোল।

ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল পিএসজি। তবে ৬ষ্ঠ মিনিটেই গোল করে আগের সেই স্মৃতি ফিরিয়ে এনেছিল লিগের মধ্যম সারির দল স্ত্রাসবুর্গ। আইভরি কোস্টের মিডফিল্ডার জঁ-এদুয়ে আহলু গোল করে এগিয়ে দেন দলকে। তবে পালটা জবাব দিতে সময় নেয়নি পিএসজি। নেইমারের অ্যাসিস্ট থেকে চার মিনিট পরই জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্র্যাক্সলার সমতায় ফেরান দলটিকে।

ম্যাচের ২১ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার এইয়ে দেন পিএসজিকে। তার শট প্রথমে স্ত্রাসবুর্গ গোলরক্ষক আটকে দিলেও দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়ান তিনি। এটি ছিল লিগে তার ১৯তম গোল। এক মিনিটের মাথায় আবার গোল পায় পিএসজি। নেইমারের গোলের পর কিক-অফে প্রতিপক্ষের ভুল থেকে বল পেয়ে যান দলটির আর্জেন্টাইন উইঙ্গার আনহেলো ডি মারিয়া। বল জালে জড়াতে কোন ভুল হয়নি তার।

প্রথমার্ধে আর কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে ফেরার সম্ভাবনা জাগিয়েছিল স্ত্রাসবুর্গ। ৬৭ মিনিটে দলটির ফরাসি স্ট্রাইকার স্তেফান বাহোকেন গোল করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন। এর ছয় মিনিট পরই দলটির ফিরে আসার স্বপ্নে ধাক্কা দেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি। আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরের দুর্দান্ত থ্রু বল থেকে গোল করেন পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

৭৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে আবার গোল করে আরেকটি রেকর্ড ভাঙেন কাভানি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে নিজের ৮৬তম গোল করে ভেঙেছেন ক্লাবটির হয়ে এই মাঠে সুইডিশ ফুটবলার জ্বাতান ইব্রাহিমোভিচের করা ৮৫ গোলের রেকর্ড। এটি লিগে চলতি মৌসুমে তার ২৩তম গোল। ম্যাচের বাকি সময়ে আর কেউ জালের দেখা না পাওয়ায় ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষ স্থানে আছে দলটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৮, ২০১৮ ১১:০৪ পূর্বাহ্ণ