১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

বিনোদনমূলক অনুষ্ঠান ‘রঙিন পাতায় মিশা সওদাগর

বিনোদন ডেস্ক:

এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানটি শনিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে। এবারে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈকত সালাহউদ্দিন।

রঙিন পাতা’ অনুষ্ঠানটির ভাবনা ভালো লেগেছে বলে জানান মিশা সওদাগর। তিনি বলেন, ‘খুব ভালো লেগেছে অনুষ্ঠানটিতে এসে। অনেক পুরনো দিনের রঙিন স্মৃতি এখানে শেয়ার করেছি। আমার প্রথম ছবি ‘চেতনা’ মুক্তির পর তারকালোক নামে একটি ম্যাগাজিন আমার প্রথম সংবাদ প্রকাশ করেছিল। এই বিষয়গুলোও অনুষ্ঠানে বলেছি।’

সৈকত সালাহউদ্দিন তার পছন্দের একজন মানুষ বলেও জানান তিনি। মিশা সওদাগর বলেন, ‘সৈকতের অনেক ভালো গুণ আছে। আমি তাকে খুব পছন্দ করি। সৈকত বয়সে ছোট হলেও কখন কোন কাজটা করতে হবে অথবা কিভাবে করতে হবে এটা ভালো বোঝে। ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করতে জানে সৈকত।’

অন্যদিকে সৈকত সালাহউদ্দিন বলেন, ‘মিশা ভাই আমার খুব প্রিয় একজন মানুষ ও ভাই। তার সঙ্গে অনুষ্ঠানে আলাপ করেছি- অবশ্যই আমার ভালো লেগেছে।’

কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সোনিয়া হোসেন। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।

প্রযোজক কাজী মোহাম্মদ মোস্তফা জানান, ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি এর আগে প্রতি রোববার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হয়েছিল। এখন থেকে অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ৯টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। আজকের পর্বটি দর্শক অনেক উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়।

তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৫:০০ অপরাহ্ণ