১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

৪২ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে বায়ু বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিবেদক:
সিরাজগঞ্জে শুক্রবার বিকেলে বায়ু বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া (ক্রসবাঁধ-৩) এলাকায় এই বায়ু বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন সিরাজগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বাস্তবায়নে কাজ করছে প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড। ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি টাওয়ারের মাধ্যমে এই বিদ্যুৎকেন্দ্র থেকে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে। চলতি বছরের নভেম্বর মাস থেকেই এই বিদ্যুৎ সেবা চালু হবে।
বায়ু বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতিজা আহসান সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন অধিদফতরের পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হক,  সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৫:০৮ অপরাহ্ণ