নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বর মাসে মন্ত্রিসভা থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতেও অনাগ্রহ প্রকাশ করেছিলেন দেশের হয়ে সর্বোচ্চ বাজেট দেওয়া প্রবীণ এই রাজনীতিবিদ।
এসময় অর্থমন্ত্রী বলেন, ‘বহুদিন এক জায়গায় থাকলে পচন আসে। তাই আমি এবার সত্যিকারভাবেই অবসরে যেতে চাই।’ এর আগে সম্প্রতি নিজের ৮৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একই কথা বলেছিলেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই না। অবসর সময় কাটাতে চাই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে না করার সুযোগ থাকে না। এ বিষয়ে আগামী এপ্রিলে জানাতে পারবো।
দৈনিক দেশজনতা/এন এইচ