১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৪

প্রিয়াকে না পাওয়ার আক্ষেপ ঋষি কাপুরের

বিনোদন ডেস্ক:

চোখ নাচিয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি তারকা বনে যাওয়া সেই মালায়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়কে নিজের সময়ে না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। শুক্রবার রাতে এক টুইট বার্তায় তিনি এ কথা জানান। একই সঙ্গে কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া নিজের সময়ের সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন ঋষি কাপুর।

টুইটারের প্রিয়ার চোখ মারার ছবি প্রকাশ করে এই একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক বলেন, এত এক্সপ্রেশন, এত ছলাকলা অথচ এমন সারল্য। প্রিয়া, তুমি তোমার সমসাময়িক সব অভিনেত্রীকে ছাপিয়ে যাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তারপরেই ঋষি কাপুরের আক্ষেপ, আচ্ছা, আমার সময়ে তুমি এলে না কেন?

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১:৪৬ অপরাহ্ণ