২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১৯

নরসিংদীতে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

নরসিংদী প্রতিবেদক:
গত বৃহস্পতিবার থেকে নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খাঁন।
নরসিংদী জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলায় ই-গভর্নেন্স এর মাধ্যমে জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দিয়ে সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসন অগ্রণী ভূমিকা পালন করছে। ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনী, আমার চোখে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রভৃতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মেলায় তথ্য প্রযুক্তিসহ ৫০টি স্টল বসানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ৯:১৬ অপরাহ্ণ