২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৩৫

শিবগঞ্জে ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ ২ভাইয়ের মৃত্যু

বগুড়া প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে চাতালের ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ ৩জন শ্রমিকের মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 নিহতরা হলেন- উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামের রফিকুল ইসলামের বড় ছেলে চাতাল শ্রমিক মিন্টু (৪০) ও ছোট ছেলে রহমান (৩৫)।
পুলিশ জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে উপজেলার হাটগাড়ী গ্রামের রহিম হাজী চাতালকলের (চাতাল) ব্রয়লার বিস্ফোরণে মালিকসহ ৩ শ্রমিক আহত হন। তারা হলেন- মিল মালিক শাহজাদা মন্ডল শিমুল (৪৫), শ্রমিক মিন্টু (৪০) ও তার ছোট ভাই রহমান (৩৫)। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে গুরুতর আহত ২ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তারা মারা যান। আহত মিল মালিক শাহজাদা মন্ডল শিমুল (৪৫) শজিমের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হাসান বলেন, শ্রমিকদের ভুলের কারণে দুর্ঘটনা ঘটেছে। এবিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে লাশ ময়নাতদন্ত করে হস্তান্তর করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০১৮ ৯:১৪ অপরাহ্ণ