১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

মীর সাব্বির ও অহনার ‘বিশ্বাসে মিলায় বস্তু’

বিনোদন ডেস্ক:

নাটকের নাম ‘বিশ্বাসে মিলায় বস্তু’। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাকিবুর রহমান। মীর সাব্বির ও অহনা অভিনীত নাটকটি আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, তারিক স্বপন প্রমুখ।

‘বিশ্বাসে মিলায় বস্তু’ নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের প্রাইভেট মাস্টার ফরহাদ। সে বাড়িতে ব্যাচ করে পড়ায়। ছাত্রছাত্রীকে একসঙ্গে পড়ায় সে। কারণ, ফরহাদের স্ত্রী শিরির নিষেধ করেছে, কোন মেয়েকে সে আলাদা পড়াতে পারবে না। এমনকি কোনো মেয়েকে তার পাশেও বসাতেও পারবে না। ফরহাদকে নিয়ে শিরিরের এমন সন্দেহের কারণ ফরহাদ শিরির বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকত, সেই সূত্র ধরে তাদের মাঝে প্রেম ও বিয়ে হয়।

অন্যদিকে, গ্রামের শিক্ষিত যুবক মোতালেব। সে ভালোবাসে বৃষ্টিকে। হাসানের কাছে বৃষ্টি ব্যাচে পড়ে, সেটা নিয়ে মোতালেবের চিন্তা যদি ব্যাচের কোনো ছেলের সঙ্গে প্রেম করে ফেলে সে। তাই বৃষ্টিকে ফরহাদের কাছ থেকে দূরে সরানোর জন্য বৃষ্টির বাবাকে প্রাইভেট পড়া নিয়ে অনেক কিছু বোঝায় সে। বৃষ্টির বাবা অনুরোধ করে ফরহাদকে, যাতে সে বৃষ্টির বাসায় এসে পড়ায়। অনুরোধ রক্ষা করতে গিয়ে মহাবিপদে পড়ে ফরহাদ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ৯:৩৩ পূর্বাহ্ণ