১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

ভ্যালেন্টাইন ডে-তেই প্রিয়ার ‘ব্রেক আপ’

বিনোদন ডেস্ক:

বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়া নামের যে ঝড় উঠেছে তার থামার কোনও লক্ষণ তো নেই উপরন্তু তার রেশ বাড়ছে। আর তাতে ইন্ধন দিচ্ছেন স্বয়ং উইঙ্ক গার্ল প্রিয়া। বেশ কিছু শর্ট ফিল্মে অভিনয়ের পর এই প্রথম বড় পর্দায় অভিনয় শুরু আর ছবি মুক্তির আগেই সুপারস্টার প্রিয়া। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।

শুধু দেশেই নয়, বিদেশেও তাকে নিয়ে কম শোরগোল হচ্ছে না। ইনস্টাগ্রামে একদিনের ফলোয়ারে রোনাল্ডোকেও টপকে গেছেন। রয়েছেন নম্বর ওয়ানে। এই প্রিয়াই ভ্যালেন্টাইন ডে-তে ব্রেক আপ গানে ফের অস্থির করে তুললেন তামাম পুরুষ হৃদয়। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ার একটি ডাবস্ম্যাশ ইতিমধ্যেই হয়ে গেছে ভাইরাল। যেখানে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির জনপ্রিয় গান ব্রেক আপ গানের সঙ্গে ঠোঁট মিলিয়েছেন যে ঠোঁটের হাসিতে আর উড়ন্ত চুম্বনেই কুপোকাত ছেলে-মেয়ে সকলেই। এক্সপ্রেশন কুইন প্রিয়ার ব্রেক আপ ডাবস্ম্যাশ দেখেছেন?

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৪:৩৭ অপরাহ্ণ