১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

এবার ‘ডাবল রোল’-এ পিয়া

বিনোদন ডেস্ক:

শিরোনাম দেখে অনেকের মনে হতে পারে নিশ্চয়ই কোনো দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পিয়া। তা কিন্তু নয়, আসলে মঞ্চে এবার ডাবল রোলে দেখা যাবে এই লাস্যময়ীকে। আগামী শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা রোটারি ক্লাবের একটি আয়োজন রয়েছে। সে অনুষ্ঠানে উপস্থাপনা করবেন পিয়া। এছাড়া শেষের দিকে একটি জমকালো ফ্যাশন শো রয়েছে, যাতে শো-স্টপার হিসেবে দেখা যাবে তাকে।

জানা গেছে, প্রতি বছর কোনো না কোনো শহরে এরকম একটি রোটারি নাইটের আয়োজন করে ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এই ঢাকা রোটারি ক্লাব। এবারের আয়োজনটি হচ্ছে বিশাল পরিসরে। দেশের বিভিন্ন রোটারিয়ানরা অংশ নেবেন এতে। পিয়া বলেন, ‘এবারের আয়োজনে একটি জমকালো সাংস্কৃতিক সন্ধ্যাও রাখা হয়েছে। এতে সঙ্গীত পরিবেশন করবেন তপন চৌধুরী ও ন্যান্সি। উপস্থাপনায় থাকছি আমি। এছাড়া অনুষ্ঠানের শেষের দিকে ফ্যাশন শো রয়েছে। যেখানে শো-স্টপারের দায়িত্ব পালন করতে হবে আমাকে।’ তিনি অারও বলেন, পুরনো দিনের গান থেকে শুরু করে ধারাবাহিকভাবে হালের ঢালিউড গানের মাধ্যমে সাজানো হয়েছে এই ফ্যাশন শোর থিম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ৪:৩৪ অপরাহ্ণ