১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৫

শিক্ষক নিয়োগ দিবে আইডিয়াল স্কুল এন্ড কলেজ

শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখার ইংরেজি ভার্সনে ১৪ বিষয়ে শিক্ষক নিয়োগ দিবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

যে বিষয়ে শিক্ষক নেওয়া হবে

বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থ, রসায়ন, জীব বিজ্ঞান, চারুকারু (পুরুষ), গার্হস্থ্য বিজ্ঞান (নারী), আইসিটি, কৃষিশিক্ষা, শরীরচর্চা। এছাড়াও অফিস সহকারী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম

১) চাকরিরত প্রার্থীদের অবশ্যই স্ব-স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

২) ইংরেজি ভাষায় কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে।

৩) শিক্ষক পদে আবেদনকারীকে অফেরতযোগ্য এক হাজার টাকা ও অফিস সহকারী পদে পাঁচশ টাকার ব্যাংক ড্রাফট অধ্যক্ষ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা-১০০০ বরাবরে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

৪) আবেদনপত্রের সাথে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি (রঙ্গিন) ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

৫) লিখিত পরীক্ষায় কৃতকার্য হলে পরবর্তীতে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় জানানো হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৯:০০ অপরাহ্ণ