২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫০

ফাইভজি স্মার্টফোন ২০১৯ সালে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

ফাইভজি প্রযুক্তিসংবলিত স্মার্টফোন আনতে কাজ করছে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে ২০১৯ সালের মধ্যে এ ধরনের স্মার্টফোন উন্মোচন করবে কোম্পানিগুলো।

মার্কিন চিপ নির্মাতা কোয়ালকম এরই মধ্যে কোয়ালকম স্নাপড্রাগন এক্স৫০ ৫জি এনআর মডেম আনার ঘোষণা দিয়েছে, যা ফাইভজি স্মার্টফোনে ব্যবহার হবে।

ফাইভজি স্মার্টফোন আনতে কোয়ালকমের সঙ্গে আসুস, ফুজিত্সু, এইচএমডি গ্লোবাল-নকিয়া, এইচটিসি, এলজি, নেটকম ওয়্যারলেস, অপো, শার্প করপোরেশন, ভিভো, শাওমি, জেডটিই, সনি মোবাইলসহ বেশকিছু প্রতিষ্ঠান কাজ করছে।

কোয়ালকম টেকনোলজিসের মোবাইল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক অ্যালেক্স কাতুজিয়ান বলেন, আমাদের গ্রাহকরা যাতে তাদের গ্রাহকদের পরবর্তী প্রজন্মের ফাইভজি মোবাইল সেবা দিতে পারে, সেজন্য কোয়ালকম টেকনোলজিস আন্তরিকভাবে সহায়তা করতে প্রতিজ্ঞাবদ্ধ। সফলভাবে ফাইভজি এনআর চালু করতে কোয়ালকম টেকনোলজিস তার দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করছে।

বলা হচ্ছে, স্মার্টফোনের মোবাইল ব্রডব্যান্ড বৃদ্ধিতে ফাইভজি প্রযুক্তি ব্যবহার হতে পারে। এছাড়া পার্সোনাল কম্পিউটার (পিসি), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), আগমেন্টেড রিয়েলিটি (এআর) কিংবা অন্য ডিভাইসেও এটি ব্যবহার হতে পারে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৯:২৩ অপরাহ্ণ