১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৮

আপনার শরীরের দুর্গন্ধ দূরে রাখতে তিনটি সহজ সমাধান

লাইফ স্টাইল ডেস্ক:

গরম পড়তে শুরু করেছে একটু একটু। তাপমাত্রা যত বাড়ছে, ঘেমে-নেয়ে একাকার হওয়ার দিন ততই এগিয়ে আসছে। ঘাম হলে তাতে দুর্গন্ধ হবে। আর এমন ক্ষেত্রে ঘামের গন্ধের জন্য যে সবাই সন্তর্পণে আপনাকে একঘরে করবে, তা না বললেও হবে। এখানে থাকল তিনটি সহজ সমাধান, যা আপনার শরীরের দুর্গন্ধ দূরে রাখতে সাহায্য করবে-

গোসলের পর ভালো করে গা মুছে তবেই অ্যান্টি-পার্সপিরেন্ট লাগান। না হলে এর ফল পাওয়া যায় না। শরীরের দুর্গন্ধ থেকে বাঁচতে, গোসলের পরে সামান্য হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিন পায়ের পাতায় ও বোগলে। ব্যবহার করতে পারেন অ্যালকোহলও।

প্রকাশ :ফেব্রুয়ারি ১১, ২০১৮ ৮:৫৯ অপরাহ্ণ