বিনোদন ডেস্ক:
বলিউডে কারিনা কাপুরের অভিষেক ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে। সে হিসেবে ১৮ বছর পার করে দিয়েছেন বলিউডে। দীর্ঘ এ সফরের পর বিশ্রাম নিয়ে আপাতত ভাবতেই চান না নবাব পত্নী। তিনি আরও ২০ বছর বলিউডে কাজ করতে চান।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কারিনা বলেন, এটা খুবই সম্মানজনক যে এত বছর ধরে কাজ করেছি। এতে আমার অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ হয়েছে। আশা করছি আরও দুই দশক এভাবে কাজ করে যেতে পারব। ‘জব উই মেট’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘তালাশ’, ‘যুবা’, ‘ওমকারা’, ‘উড়তা পাঞ্জাব’ এর মতো ছবিতে কাজ করেছেন কারিনা। তার ‘ভিরে দি কী ওয়েডিং’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। শশাঙ্ক ঘোষ পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া।
দৈনকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

