আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আহমেদ জাররার নামে এক ফিলিস্তিনীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত মাসে পশ্চিম তীরে ইহুদি বসতির কাছে একজন রাব্বিকে (ইহুদি ধর্মগুরু) হত্যার দায়ে ইসরাইল তাকে খুঁজছিল। মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেত একথা জানিয়েছে।
সংস্থাটি জানায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর ইয়ামাউনে জাররারকে হত্যা করা হয়। তিনি সেখানে লুকিয়ে ছিলেন। সংস্থাটি তাকে ৯ জানুয়ারি রাব্বি রাজিয়েল শেভাহ হত্যার সাথে ‘সরাসরি’ জড়িত বলে উল্লেখ করে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

