১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

কাটাপ্পাসহ ৮জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক :

বাহুবলি সিনেমার কাটাপ্পাখ্যাত অভিনেতা সত্যরাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তামিলনাডুর একটি জেলা আদালত।

মঙ্গলবার (২৩ মে) দক্ষিণী অভিনেতা সত্যরাজ সুরিয়াসহ আটজন অভিনয়শিল্পীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্থানীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

একজন সাংবাদিকের করা মানহানি মামলায় আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সালে ৭ অক্টোবর একটি পত্রিকায় দক্ষিণী অভিনেত্রীদের সম্মানহানি করে প্রতিবেদন ছাপানোর বিষয়ে সুরাহা করতে মিটিং করে সাউথ ইন্ডিয়া সিনে অ্যাকটরস অ্যাসোসিয়েশন (নাদিগড় সঙ্গম)। মামলার অভিযোগকারী এম রোজারিও একজন ফ্রিল্যান্স সাংবাদিক। তিনি জানান, যে তামিল পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, ওই পত্রিকার পরিবর্তে সকল সাংবাদিকদের আক্রমণ করে ওই মিটিংয়ে বক্তব্য দেন এই অভিনয়শিল্পীরা।

এর ফলশ্রুতিতে আদালত ২০১১ সালের ১৯ ডিসেম্বর সুরিয়া, সত্যরাজ, শরৎকুমার, সুপ্রিয়া, বিজয়কুমার, অরুণ বিজয়, বিবেক এবং চেরনের বিরুদ্ধে সমন জারি করে। পরবর্তী এ অভিনয়শিল্পীরা আদালতে স্বশরীরে হাজির না হওয়ার বিষয়ে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেন। তবে সেই পিটিশন খারিজ করে দেয়া হয়।

গত ১৫ মে, পুনরায় এ মামলার শুনানি হয়। শুনানিতে এ অভিনয়শিল্পীরা হাজির না হলে মঙ্গলবার তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জুডিশিয়াল ম্যাজিট্রেট সেন্থিকুমার রাজাবেল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ