১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০০

নিন্মমুখী প্রবণতায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।

 বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪০৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৭৪৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৭৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

 

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২৪, ২০১৭ ১:৪৬ অপরাহ্ণ