১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

‘পদ্মাবত’ দেখে যা বললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক:

‘পদ্মাবত’ দেখে পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও এর অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর ও আলিয়া ভাটের মত তারকারা। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন শাহরুখ খান। মুম্বাই মিররের খবরে প্রকাশ, শুধু ছবিই নয় আলাদাভাবে রণবীর সিংয়ের অভিনয়ও নজর কেড়েছে তাঁর।

অবশ্য নজরটা নিজের দিকে নিতে বাধ্য করেছেন রণবীর নিজেই। শাহরুখকে করা একটি টুইতে রণবীর লিখেন, ‘হাই ভাই, অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনি কবে পদ্মাবত দেখবেন।’ ফিরতি উত্তরটা বেশ মজা করেই দিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, ‘খুবই দুঃখিত। আমি বুঝতে পারিনি এটা তুমি। কারণ তুমি এখন আমার কাছে খিলজি। খুবই ভালো একটি ছবি। আমি ছবিটা দেখেছি এবং আমার খুবই ভালো লেগেছে।’

ষোলো শতকের সুফি কবি মালিক মাহমুদ জয়সির লেখা বিখ্যাত কবিতা ‘পদ্মাবত’কে কেন্দ্র করে লেখা হয়েছে ছবিটির কাহিনী। ছবিতে শহিদ কাপুর ছাড়াও রানী পদ্মিনীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন। ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। ছবিটি প্রযোজনা করছে ভায়াকম ১৮।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১১:২৮ পূর্বাহ্ণ