১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৮

বেনাপোলে সোয়া ২ কেজি স্বর্ণসহ আটক: ১

যশোর প্রতিনিধি:

যশোরের বেনাপোল পোর্ট থানার সামনে থেকে সোয়া ২ কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ সবুজ মিয়া (২২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। রোববার সকাল ৯টার সময় তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর গ্রামের শহিদুল হকের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে সবুজ নামে একজন পাচারকারী সীমান্তের সাদীপুর গ্রাম দিয়ে ভারতে পাচার করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বেনাপোল পোর্ট থানার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় সবুজকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সোয়া দুই কেজি সমপরিমাণ ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, আটককে বেনাপোল পোর্ট থানায় জব্দ স্বর্ণসহ সোপর্দ করা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০১৮ ১১:২৭ পূর্বাহ্ণ